ছাত্র সংসদ নির্বাচন কেন প্রয়োজনীয়?

ছাত্র সংসদ নির্বাচন কেন প্রয়োজনীয়? 

(লিখেছেনঃ জাকের হোসেন সুমন, ফতেহপুর, সেনবাগ, নোয়াখালী।) 

ডাকসু নির্বাচন,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন,সংসদ নির্বাচন,জাতীয় সংসদ নির্বাচনে,ডাকসু নির্বাচন পদ্ধতি,ছাত্র আন্দোলন,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল,বাংলা সংবাদ,ছাত্রদল,ডাকসু নির্বাচন ২০১৯,নির্বাচনের খবর,নির্বাচনের সর্বশেষ খবর,আগামীকাল ডাকসু নির্বাচন,ছাত্র ইউনিয়ন,ডাকসু নির্বাচনের প‍্যানেল,ছাত্র সংগঠন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বৈঠক,বাংলাভিশন সংবাদ,সর্বশেষ সংবাদ,সংবাদ,এটিএন বাংলার সকাল ১০ টার সংবাদ,এখন সংবাদ,চ্যানেল আই সংবাদ,ছাত্রশিবির
প্রতিকী ছবি। এই ছবিটি https://www.kalbela.com/ থেকে নেওয়া।


গত জুলাই–আগস্টের ছাত্র–জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে নতুন করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবি উঠেছে। বিভিন্ন ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা এর পক্ষে সভা–সমাবেশ ও বিক্ষোভ করার ঘটনাও সংবাদমাধ্যমে এসেছে। এই আলোচনার শীর্ষে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপর শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য একটি কমিটি করেছে। এই কমিটির সুপারিশের ভিত্তিতে ডাকসু নির্বাচনের আয়োজন করার কথা রয়েছে। তবে এর আগে অবশ্য শিক্ষার্থীদের একটি অংশ ডাকসু নির্বাচনের রোডম্যাপ দিতে উপাচার্যকে স্মারকলিপি দিয়েছিলেন।  

সেই পাকিস্তান আমল থেকে দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র সংসদ নির্বাচন হয়ে আসছিল। কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পরই এর ছন্দপতন ঘটে এবং নব্বইয়ে স্বৈরাচারের পতনের পর ‘গণতান্ত্রিক’ সরকারগুলো আর নির্বাচনমুখী হয়নি। ফলে যখন যে দল ক্ষমতায় আসত, সেই দলের ছাত্রসংগঠন বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় দখলবাজি বজায় রাখত। আওয়ামী সরকারের আমলে বিরোধী পক্ষের ছাত্রসংগঠনগুলো মোটামুটি ক্যাম্পাসছাড়া ছিল। আবার গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সেই ছাত্রলীগই এখন ক্যাম্পাসছাড়া এবং একই সাথে আইনত ভাবেও নিষিদ্ধ হয়েছে।  


গত ৩৪ বছরে ২০১৯ সালে কেবল একবার ডাকসু নির্বাচন হয়েছিল। কিন্তু সত্য টা হচ্ছে, সরকার–সমর্থক ছাত্রসংগঠন ছাত্রলীগের একগুঁয়েমির কারণে সেটাও কার্যকর কোনো কিছুই করতে পারেনি। আবার এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকাও ছিল অত্যান্ত নির্লজ্জভাবে পক্ষপাতপুষ্ট।   

এখন আবার বর্তমানের পরিবর্তিত পরিস্থিতিতে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ছাত্রসংগঠনের মধ্যে বিরোধ লক্ষ করা যাচ্ছে, একে অপরের বিরুদ্ধে নির্বাচনপ্রক্রিয়া বাধাগ্রস্ত করার অভিযোগও এনেছে। বিশেষ করে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন মুখোমুখি। আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়েও এই বিরোধ দৃশ্যমান। কিন্তু এটি তো আমাদের কোনোভাবেই কাম্য নয়।  

স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠবে, যে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রসংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে নেতৃত্ব দিয়েছে, তারা ডাকসু ও অন্য নির্বাচনের বিষয়ে একমত হতে পারবে না কেন? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত হবে যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করা। নির্বাচনের নীতিমালা প্রণয়নের নামে সময়ক্ষেপণ কেও মেনে নিবেনা আবাএ একইসাথে শিক্ষার্থীরা তা মেনেও নেবেন না।  

ক্রমশ অন্যান্য বিশ্ববিদ্যালয় ও পাবলিক কলেজগুলোতেও ছাত্র সংসদ নির্বাচনের দাবি জোরদার হচ্ছে। এরই মাঝে গত সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে নতুন প্রজন্মের একজন রাজনীতিক সরকারকে এই বলে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন হতে হবে।  

কেবল ডাকসু নয়, সব পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচন এখন সময়ের দাবি। এ বিষয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় প্রশাসন সক্রিয় ছাত্রসংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে যথাসম্ভব দ্রুত সিদ্ধান্ত নেবে বলে আমরা আশা করি। পর্যায়ক্রমে কলেজগুলোর ছাত্র সংসদ নির্বাচনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। আমরা যদি সত্যি সত্যি যোগ্য ও দক্ষ রাজনৈতিক নেতৃত্ব গড়ে তুলতে চাই, তাহলে বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে ছাত্র সংসদ নির্বাচনের কোনই বিকল্প নেই। আর যেসব বিশ্ববিদ্যালয়ে স্বায়ত্তশাসন আছে, সেখানে নির্বাচনের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই নিতে পারে। কিন্তু কলেজগুলোর ছাত্র সংসদের নির্বাচনের সিদ্ধান্ত আসতে হবে সরকারের পক্ষ থেকেই। 

কয়েক দশক ধরে জাতীয় রাজনীতিতে যে নতুন নেতৃত্ব তৈরি হচ্ছে না, তার কারণ দীর্ঘদিন ছাত্র সংসদ নির্বাচন না হওয়া। কেবল জাতীয় নেতৃত্ব তৈরি নয়, শিক্ষার্থীদের ন্যায্য দাবিদাওয়ার পূরণ তথা শিক্ষাঙ্গনে সুস্থ পরিবেশ নিশ্চিত করার জন্যও ছাত্র সংসদ নির্বাচন অপরিহার্য। সাধারণ শিক্ষার্থী ও ছাত্রসংগঠন গুলোর কাছে আহ্বান থাকবে, তারা এমন কিছু করবে না, যাতে ছাত্র সংসদ নির্বাচন ব্যাহত হয়। তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে, যেই কোন পদক্ষেপ নিক না কেন তা হতে হবে নিয়মতান্ত্রিক। বর্তমান সময়ে অধিকার আদায়ের নাম আমরা যেভাবে একে অন্যের সাথে বিরোধে জড়াচ্ছি সেটাও কোনো ভাবে কাম্য নয়।  

Post a Comment

0 Comments
* কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য এই সাইটে কোন লেখা প্রকাশ করা হয়না।