শীতকালে বৃষ্টি কম হয় কেন?

শীতকালে বৃষ্টি কম হয় কেন? 

(লিখেছেনঃ জাকের হোসেন সুমন, ফতেহপুর, সেনবাগ, নোয়াখালী।) 

শীতকাল,শীতকালে ঘন ঘন প্রসাব কেন হয়,মরুভূমিতে বৃষ্টি হয় না কেন,শীতকালে কেন শীত লাগে?,গ্রীষ্মের দিনে ঠান্ডা বের হয় কেনো?,বৃষ্টির দিনে মাছ ভাসে কেন,শীতকালে ঘন প্রসাব থেকে মুক্তির উপায় কি,শীতকালের অজানা তথ্য,শীত বেশি পড়ে কেন?,বৃষ্টির সাথে শীতের সম্পর্ক কি?,বর্ষাকালে ঘন ঘন প্রসাব কেন হয়,শীতকালে প্রসাব বেশী হওয়ার কারণ কি,থর মরুভূমি সৃষ্টির কারনগুলি লেখ,থর মরুভূমি সৃষ্টির কারন,পানি ঠান্ডা গরম হয় কোনো,শীতে কবুতরের যেসব সমস্যা বেশি হয়,অতিরিক্ত শীত কেন লাগে,শীত কমবে
প্রতীকী ছবি। এই ছবিটি https://shampratikdeshkal.com/ থেকে নেওয়া। 


মনে করেন এইটা শীতের সকাল। আর আপনি গায়ে কম্বলমুড়ি দিয়ে শুয়ে আছেন। এমন সময় বৃষ্টি হইতাছে। বাইরে তাকালেই মন ভালো হয়ে যাচ্ছে। ভাবতেই তো অনেক ভালো লাগে তাইনা? কিন্তু এমনটা তো সাধারণত দেখা যায় না। আর শীতকালে বৃষ্টি হয় না বললেই চলে। এখন আপনার সরল মনে প্রশ্ন হতে পারে, কেন শীতকালে বৃষ্টি হয় না? আর যদি এমনটাই হয় তাহলে চলেন আজকে এইটাই নিয়েই আলোচনা করি। 

মূলত এর পেছনে দায়ী প্রকৃতির কিছু মৌলিক বৈশিষ্ট্য। আসল কারণ হল তাপমাত্রার পরিবর্তন। শীতকালে পরিবেশের তাপমাত্রা কম থাকে। এর ফলে মেঘের মধ্যে থাকা জলীয় বাষ্প কনডেন্সেশন বা ঘনীভবন প্রক্রিয়ায় বরফ বা তুষারে পরিণত হয়। ঘনীভবন মানে হল, যে প্রক্রিয়ায় গ্যাস বা বাষ্প ঘন হয়ে তরলে পরিণত হয়। এ কারণে অনেক দেশে বরফ বা তুষারপাত বেশি দেখা যায়। ফলে বৃষ্টি হয় না। বাংলাদেশে অবশ্য বরফ পড়ে না। এর কারন হল, আমাদের দেশের তাপমাত্রা কখনো ০ ডিগ্রিতে পৌঁছায় না।  


সাধারণত শীতকালের বাতাস শুষ্ক ও ঠান্ডা থাকে। আর তাই এই বাতাসে আর্দ্রতা বা জলীয় বাষ্প কম থাকে। কিন্তু বৃষ্টি হওয়ার জন্য মেঘে জলীয় বাষ্পের ঘনত্ব বেশি হতে হয়। তখনই কেবল মেঘ ভারী হয়ে ঝরে পড়ে ফোঁটায় ফোঁটায়, অর্থাৎ বৃষ্টি হয়। কিন্তু বৃষ্টি হওয়ার জন্য বাতাসে যদি প্রয়োজনীয় জলীয় বাষ্প না-ই থাকে, তাহলে মেঘ ভারী হবে কীভাবে? ফলে বৃষ্টিও হয় না। তার ওপর শুষ্ক বাতাস মেঘের মধ্যে থাকা জলীয় বাষ্প শুষে নেয়। অর্থাৎ মেঘের জলীয় বাষ্পের ঘনত্ব এটি আরও কমিয়ে দেয়। ফলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আরও কমে যায়।  

আর এটাই হল শীতকালে বৃষ্টি কম হওয়ার মূল কারণ। 

সূত্র: ওয়েদার ডট গভ ও বিজ্ঞানচিন্তা

Post a Comment

0 Comments
* কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য এই সাইটে কোন লেখা প্রকাশ করা হয়না।