শীতকালে আঘাত লাগলে বেশি ব্যথা অনুভূত হয় কেন?
(লিখেছেনঃ জাকের হোসেন সুমন, ফতেহপুর, সেনবাগ, নোয়াখালী।)
প্রিয় পাঠকেরা আপনারা নিশ্চয়ই একটা বিষয় লক্ষ্য করেছেন যে, শীতকালে আঘাত লাগলে অন্যান্য সময়ের চেয়ে খানিকটা বেশি ব্যথা অনুভূত হয়। এর কারন টা কি আপনারা বলতে পারবেন কেউ? অনেকেই হয়ত পারবেন। তারপর ও আমি আবার বলি।
শীতকালে আঘাত লাগলে বেশি ব্যথা অনুভূত হওয়ার মূল কারণ শীতের প্রকোপে আমাদের শরীরের ত্বক কিছুটা শক্ত হয়ে যায়। এর ফলে আমাদের শরীরের চামড়ার শেষ প্রান্ত পর্যন্ত রক্ত অনেক সময় পৌঁছায় না। আবার হাঁটু, পায়ের গোঁড়ালি, হাতের কনুই প্রভৃতি অস্থিসন্ধির কোষগুলো শীতে সংকুচিত হয়ে যায়। ফলে ওই সব অংশে স্নায়ুর প্রান্ত বেশি সংবেদনশীল হয়ে পড়ে। আর তাই এই সময় সামান্য আঘাতে প্রচণ্ড ব্যথা লাগে। আবার অন্য ঋতুতে শরীরের ত্বকে তেমন পরিবর্তন হয় না। সেজন্য গ্রীষ্ম–বর্ষায় আঘাত তেমন তীব্র মনে হয় না।
আপনারা নিজেদের লেখা প্রকাশ করার জন্য সরাসরি যোগাযোগ ফর্ম কিংবা ই-মেইল এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন।