মেয়েদের বিয়ের বয়স ঠিক কত তে হয়?

মেয়েদের বিয়ের বয়স ঠিক কত তে হয়? 

(লিখেছেনঃ জাকের হোসেন সুমন, ফতেহপুর, সেনবাগ, নোয়াখালী।) 


বিয়ের বয়স,মেয়েদের বিয়ের বয়স,বিয়ের সঠিক বয়স কত,মেয়েদের বিয়ের সঠিক বয়স কত,ছেলে ও মেয়ের বিয়ের বয়স কত,ইসলামে মেয়েদের বিয়ের সঠিক বয়স কত,বিয়ের উপযুক্ত বয়স কত,বিয়ের সঠিক বয়স,ইসলামে মেয়েদের বিয়ের সঠিক বয়স,ছেলে মেয়েদের বিয়ের বয়স কতো হলে ভালো হয়।,ছেলেদের বিয়ের বয়স,ইসলামে বিয়ের সঠিক বয়স কত,ইসলামে ছেলেদের বিয়ের বয়স কত???,ইসলামে বিয়ের বয়স কত,বাংলাদেশের আইনে বিয়ের বয়স কত,কোন বয়সের মেয়েদের বিয়ে করা উচিত,ছেলের ও মেয়ের বয়স কতো হলে প্রাপ্ত বয়স্ক হয়
প্রতীকী ছবি। (এই ছবি টি https://ctgkhobor.com/ থেকে নেওয়া) 


আচ্চা মেয়েদের বিয়ের বয়স কত হওয়া উচিৎ বলে মনে করেন? ১৬, ১৮ নাকি ২১, নাকি আরো বেশি। সবাই সবার মত করে উত্তর ও দিতে পারবে এবং সবার উত্তর এর পক্ষে যুক্তি ও দিতে পারবে। আর আমি এখানে আজকে কোনো উত্তর দিবো না, কেবল কিছু বাস্তবসম্মত কথা তুলে ধরবো। চলেন তাহলে শুরু করি......  

আমদের দেশের মেয়েদের প্রথমে শেখানো হইলো বয়স ১৮ বছর এর আগে বিয়ে করতে নেই। আর এর আগে করলে নানারকম শারীরিক জটিলতা সৃষ্টি হয় পাশাপাশি স্বামীর সাথে কথিত "বোঝাপড়া" ভালো হয় না। আচ্চা ভালো কথা, সুন্দর কথা। 

তারপর এবার ১৮ বছর পার হলে বলা হলো গ্র‍্যাজুয়েশান কমপ্লিট করো। তা না হলে তো ইন্টারমেডিয়েট পাশ হয়ে থাকলে। ইন্টারমেডিয়েট তো মাত্র ক্যারিয়ার এর শুরু। মেয়ে আরেকটু পড়াশুনা কইরা গ্র‍্যাজুয়েশান টা মোটামুটি শেষ করুক। তারপর দেখি গ্র‍্যাজুয়েশানের পাশের পর বিয়ে করতে চাইলে বলা হলো আগে মাস্টার্স, তারপর বিয়ে।  আচ্চা এইটাও ভালো কথা। 

যাক এইবার মাস্টার্সও শেষ হলো। তাহলে এখনই তো বিয়ের সময়। ছেলে-টেলে খোঁজা হোক তাইনা। কিন্তু না! এখন জব খোঁজার সময়। মেয়ে এত পড়াশুনা কইরা কি লাভ যদি নিজের পায়েই দাড়াতে না পারে। তাই আগে জব, তারপর বিয়ে।     

এইবার জবও হয়ে গেলো। তাহলে নিশ্চয় এখন বিয়ে? কিন্তু না, এখনই না। কারণ, স্যালারি এতই অল্প যে পাত্রের স্যালারির সামনে মান ইজ্জত বলে কিছু থাকে না। তাহলে বিয়ে কবে? স্যালারি আরো বাড়ার পরে। হুমম সেটাই...  

অফিসে খুব ভালো পারফর্ম করে ডাবল প্রমোশনে স্যালারিও প্রায় ডাবল বেড়ে গিয়েছে। এখনই তাহলে বিয়ের সময়। ইয়েস! রাইট হেয়ার, রাইট নাউ। এক্ষুণি। এবার ছেলে খোঁজো। মেয়ের বয়সও ১৮ থেকে ঠেলতে ঠেলতে এখন ৩৫ এর কাছাকাছি চলে গেছে।  

তা... কেমন ছেলে চাই? প্রতিষ্ঠিত, সুদর্শন, নিজের বাড়ি (ঢাকা বা কোনো বড় শহরে), আর ২০১৮ না হলেও ২০১৫/১৬ মডেলের একটা এলিয়ন বা প্রিমিও থাকলে চলে যাবে। 

এখন আবার পাত্র পছন্দ হয় না। কারণ, এই শর্ত মেলাতে গেলে যেসব ছেলে পাওয়া যাচ্ছে তারা প্রায়ই ৪০ এর কাছাকাছি। এদের মধ্যে আবার অনেকের আগের বউ এর সাথে "ছাড়াছাড়ি" হয়ে গিয়েছে। 

অনেকের আবার মদসহ অন্যান্য ছাইপাশের অভ্যেস আছে। এতসব মেনে নিয়ে কি আরেকজনের ঘরে বউ হয়ে যাওয়া যাবে? আর যেসব কমবয়েসী ছেলে পাওয়া যাচ্ছে তারা তো "প্রতিষ্ঠিত" নয়। 

হাজব্যান্ডের স্যালারি তার ওয়াইফের স্যালারির অর্ধেকেরও কম। এটা তো এই যুগের আধুনিক নারী হয়ে কিছুতেই মেনে নেওয়া যায় না। নো ওয়ে! কাম অন, গাইজ! 

১৮ এর তরুণী আজ ৩৫ এর মহিলা। আচ্ছা, তখন যেসব এনজিও, স্কুলের ম্যাডাম, সুশীল সেকুলার আংকেল- আন্টি "বাল্যবিবাহ" বলে এই মেয়েটার একের পর এক আসা বিয়ের প্রস্তাবগুলো ভেঙ্গে দিয়েছিলো, পড়াশুনা আর ক্যারিয়ারের অযুহাত দেখিয়ে সুপাত্র পেয়েও মেয়ের বাবাকে তাদের হাতে পাত্রস্থ করতে দেয় নি- সেই মানুষগুলো আজ কোথায়?

কেউ আবার বলবেন না যেনো, তারা মরে গিয়েছে। তারা বেঁচে আছে। তারা এখন নতুন ১৮ খুঁজছে। নতুন সুইট সিক্সটিনগুলোকে গ্রুমিং করিয়ে করিয়ে তাদের দল ভারি করছে। এদেরকে "মানুষ শয়তান" বললে কি খুব পাপ হয়ে যাবে? 

এই লেখা পইড়া এখন আপনি মনে করবেন আমি আবার নারীদের বিরুদ্ধে কথা বলতেছি। তাদের শিক্ষা দীক্ষার বিরোধিতা করতেছি। আমি আসলে এমন কিছুই করতেছি না। কেবল সমাজের সামনে, আপনাদের সামনে কিছু কথা তুলে ধরলাম। যে কথা গুলা আমার নিজের, আপনারা শুনতেও পারেন আবার না শুনলেও মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। 

বাকিটা আপনারা যেমন বিবেচনা করেন আরকি!! 

Post a Comment

0 Comments
* কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য এই সাইটে কোন লেখা প্রকাশ করা হয়না।